আমার আকাশে ব্যর্থ মেঘ জমা,
সফলতা কখনও হয়নি চেনা।
আমার আকাশে দমকা হাওয়া,
বেদনা আছে শত না পাওয়া।
ছুটে চলি আমি সেই লক্ষ নিয়ে,
দিতে হয়েছে মাসুল দুঃখ নিয়ে।
নির্বোধ চেয়েছিলো টাকার জীবন,
টাকা পেয়ে জীবন তার হয়েছে মরন।
দিনে ছুটে টাকার লেজে রাতে নেই ঘুম,
পিল খেয়ে ঘুমে যায় চোখে নেই ঘুম।
রিক্সা মামার জীবনে নেই টাকার বিলাসিতা,
পাঁচ টাকায় রাত চলে ইহা সচ্ছলতা।
রোজ মামা ঘাম ঝড়ে বাড়ি ফেরে,
বিছানায় পিঠ দিলে ঘুম জীর্ন ঘরে।
মামা রোজ রাতে চেয়েছিল তন্দ্রা ঘুম,
বুঝেছিলা সফলতা এনে দেয় ঘুম।
টাকার লেজে ছুটে চলা দোষের নয়,
অল্পতেও জীবনে সুখ হয়।
বুক চিতিয়ে চলি নিজের পাড়ে,
হতাশার কালো মেঘ পিছন ফেলে।
চেয়েছি যা জীবনে ছিলো তাহা ভুল,
আত্ন মর্যাদা আর বিশ্বাসে ফুটাবো ফুল।
ব্যর্থতার বিষ বাণ ভুলে গিয়ে,
টিকে থাকতে দাও প্রভু স্বপ্ন নিয়ে।
সংকোচ ভয় ভীতি ভুলে গিয়ে,
জননীর মলিন হাসি আনবো কিনে।