সকাল-বিকাল তোমার দৃশ্য বড়ই অদ্ভুত,
বসে আছ সবুজ গাছ হয়ে নিশ্চুপ।
তোমার বৈশিষ্ট্য গেঁথে রেখেছ অখিল ছন্দ,
প্রথম হয় দুই ভাগ তোমার কাণ্ড সূর্য বন্ধু-
ক্ষীণ-ক্ষীণ পত্র তোমার দৃষ্টি মনোরম,
তুমি কি বৃষ্টি কে ডেকে বারাও ঝমঝম?
তাকিয়ে আছে তোমার পাণে জারুল গাছ,
কাঁঠাল, তাল, আকাশমনি, কড়ই-
তাকিয়ে আছে নিসর্গ প্রকৃতির সাথি,
তাকিয়ে আছে বড়ই, সূর্য বন্ধু-
সূর্যের আলোয় যাও নেতিয়ে, সূর্যের আলোই জাগো,
অন্য গাছের উপর সূর্য কিরণ তবুও যাও নেতিয়ে ওগো ।
ভরে আছে ফুল, ভরে আছে ফল, নহে তুমি দুর্বল গা-
সাক্ষী এই প্রকৃতি, সাক্ষী এই ধরা।
পশমের মতো ফুল তোমার সুন্দর অতি বহুল,
অতি মিষ্ট ফল-
কবি বলে অতি বড়," বড় তুমি নহে দুর্বল।
মনুষ্যত্বের প্রতিবিম্ব - ৬১