আত্নহত্যা মহা পাপ বলে আজও
জ্যান্ত লাশ গুলো বেঁচে আছে।
নয়তো তারা কবেই নিতো মুক্তির স্বাদ
বিতৃষ্ণাময় জীবনের কাছে।।


নিশীথের অন্ধকারে সবাই যখন
শান্তিময় নিদ্রায়মাণ।
জ্যান্ত লাশ গুলো তখন তীব্র যন্ত্রণায়
ভাবনায় ঘূর্ণিয়মান।।


একেকটি জ্যান্ত লাশ কিন্তু!
একেক ভাবে তৈরি হয়।
কেউ জীবন যুদ্ধে পরাজিত সৈনিক
কেউবা যখন প্রেমে ব্যর্থ  হয়।।


মানুষ যখন বেঁচে থাকতেই
জ্যান্ত লাশে পরিনত হয়।
তাদের কাছে তখন আত্নহত্যাই-
শ্রেয় বলে গণ্য হয়।।


ইচ্ছে থাকা সত্বেও বেশিরভাগই
পেরে উঠে না।
কারণ! আত্নহত্যা যে মহা পাপ
নরকেও ঠাঁই হবে না।।


"আত্নহত্যা মহা পাপ"