"সেই  শহর"


ইট পাথরের শহর টাতে,
খুজে ফিরি সবুজ ঘাসে।
মাতাল হাওয়া খুজি হেসে।
কবে মিশবো সবুজ ঘাসে।
এই শহরে স্বপ্ন উড়ে।
দেখিনা উড়তে শিমুল তুলো।
বেলকুনিতেও মলিন ধুলো।
ধুলোর শহর ধুলোর শহর।
তিলোত্তমা যাদুর শহর।
কংক্রিটের শহরে,
যানজটের বহরে।
খুজি ফিরি আপন মনে।
খুজে ফিরি মনের কোনে।
কদম ফুলের সুবাস কোথায়,
গন্ধে ভরা সরিষা মাঠে।
যন্ত্র মানব ব্যস্ত থাকে,
অফিসে আর শপিংমলে।
হাওয়া কোথায় দক্ষিণ ওরে,
সূর্য কোথায় পূর্বাচলে।
উপর করা ভবন তলে,
সূর্যাস্ত দেয় না বলে।
প্রভাত আসে শব্দ শকট,
রাত্রী নামে শব্দ করে।
নির্জনতা নেই শহরে,
বিমল বাতাস নেই শহরে।
ডাস্টবিনের ঐ গন্ধে ভরা,
বাতাস মাঝে ছড়িয়ে পরা।