গাছ-পালা তরুলতা বলছি তোমাদের,
শুনতে কি পাও আমার বাণী?
সকাল-সন্ধ্যা সাজে।
সমাজের নীতিকথা শুনতে শুনতে আজ আমি বড়ই ক্লান্ত ।
সামাজিক মতভেদে আজ আমি জর্জরিত,
আমাকে করছে বড়ই উৎবিগ্ন,
এই সমাজের কর্ম কাণ্ড ।
যেই সমাজ বুঝে না অসহায়ের দুঃখ,
সেই সমাজে শিক্ষিত আমি বড়ই মুখ্য ।
যেই সমাজে কাঙ্গালের ধন হস্ত করে,
বাবু সাজে বড় লোকে।
সেই সমাজে শিক্ষিত আমি বড়ই মুখ্য ।
তাই তো বলি তারা সমাজ সেবক নামে ভোক্ষক।
সমাজে যাদের মুখ গাণে রয়েছে ভক্তি,
তারা নেতা হয়ে কাঙ্গালের ধনের স্বাদ নিতে করে চুক্তি,
আর তাদের মুখ পাণে থাকে মনিষীদের উক্তি।
লোক দেখানো নামাজ পড়ে, পরে সিজদায়,
লুকিয়ে পকেট পুরে ঘুষের টাকায় ।
হ্যাঁ, সেই সমাজে শিক্ষিত আমি বড়ই মুখ্য ।
বলতে গেলে উচিৎ কথা, থাকবে না মোর মাথা।
তাই বলেতো চুপটি করে আছি সারা বেলা ।
গাপটি মেরে বসে থেকে,
বিচার জানাই খোদার দরজায়
আর গাছ-পালাদের বাণী শুনায়।