এই জল হয়ে যাক জয়ের শক্তি,
মজলুম আর নই আর নয় ভক্তি।
বেদনা ভরা দিলে সংশয় যত আসে,
পরাজয়ের গ্লানি গুলো গায়ে ঘামে ভাসে।
এই ঘাম নয় তো নিছক নোনা জল,
এই ঘাম হয় মোর অনুপ্রেরণার জল।
এই ঘামে যেনো হয় বাবার মুখের হাসি,
এই ঘামে জননীর যেনো হয় সুখের বানভাসি।
এই ঘামে যেনো মোর দুঃখ ঘোচায়,
এই ঘামে যেনো মোর জীবন সাজায়।
এই ঘামে ভেসে যাক বেদনা হতাশ,
যেনো আমার আকাশে বয় লিলুয়া বাতাস।
এই ঘামে যেনো নামে জয়ের গান,
এই ঘামে যেনো ভাসে হতাশার গান।
এই ঘামে বোনা মোর হাজার স্বপ্ন  স্বাদ,
এই ঘামে কিনে নিবো জীবনের পদ্মে ভরা হ্রদ।
এই ঘামে যেনো আনে প্রেয়সীর পদ্য,
সর্বদা জীবনকে পাবো মোরা সিগ্ধ সদ্য।
এই ঘামে যেনো নামে শত্রুর বিষ পানি,
এই ঘামে যেনো নামে ভন্ডের জালাতন।
নিন্দুক নিন্দুক।
এই ঘামে ভেসে যাক নিন্দুকের নিন্দা,
জ্বলে পুরে ছাই হোক ওদের আত্না।
জীবনের খেলা মাঠে আজ যত ঘাম ঝড়ে,
এই শহরের মাঝে যেনো মোর সুখ ঝড়ে।
এই যন্ত্রের শহরে যেনো রৌদ্রের বহরে,
ঘকম গুলো সুখে যায় লোমের গহ্বরে।
এই প্রভু মোরে দাও চেতনার শক্তি,
প্রযুক্তি শক্তি দাও জ্ঞানে দাও ভক্তি।
শক্তি সবল করো লড়াইয়ের মাঠে মোরে,
দু'মুঠো ভাত নিয়ে যেনো রোজ ফিরি ঘরে।
এই ঘামে যেনো ঝড়ে গরীবের মৃদু হাসি,
এই ঘামে যেনো নামে বঞ্চিতের অধিকার।