"প্রিয় তোমার  প্রতিক্ষায়"
-----------------------------------------------
তুমি আসবে বলে
            নতুন ভোরের অপেক্ষায়,
মেঠোপথে হাঁটবে বলে
           শিশির রুপে স্ব ঘাসের অাগায়।


তুমি ছান্নাছাড়া বন্দিতা বলে
            নিক্কণ হয়ে বাজবো সুর তাল লয়,
   ঊনপঞ্চাশ বায়ু বাচন ভঙ্গি বলে
            পাড়ার দাদা ভাই সাজবো কায়।


কৃষাণের  ঘরোনী হবে বলে
          নবান্ন রুপে মম তব অাঙ্গিনায়,
  হলুদ বরণ শাড়ি পড়বে বলে
             আলতা হয়ে লেগে রব পা'য়।


তোমার সুদীর্ঘ সুকেশ বলে
            খোঁপার জুঁই ফুল হবো হায়!
  সুশ্রী অভয়ব শশধর বলে
                 প্রিয়ংবদা উপমা দিব তোমায়।  


তুমি জলাঙ্গীতে ভাসবে বলে
             মাল্লা সাজবো সাঁঝ সভায়,
তুমি হাসবে বলে
            আত্নজ কুসুম বাগিচায়,


তুমি রেল স্টেশনে তন্দ্রাচ্ছন্ন বলে
              হর্ণ বাজিয়ে জাগাবো তোমায়,
    এই শহুরে তুমি নবাগত বলে
            বেলকুনির  সিপাহী হবো সদায়।


এক একা রাত জাগবে বলে
          জোচনা হয়ে  আসবো মৌনতায়,
তুমি আমার হবে বলে
            প্রিয় আজো তোমার প্রতিক্ষায়।


উৎসর্গঃ  প্রিয় জন 🥰