কেমন করে বাঁঁচবে এদেশ?
বাড়ছে ক্রমে করোনার রেশ।
আমি আছি নিরাপদেই;
সমাধান তাই খুঁজিনা-
আমি এসব বুঝিনা।


দুই কুকুরে দ্বন্দ্ব লাগে,
হাড্ডিটা চায় নিজের ভাগে;
আমি হলাম মাংস প্রিয়-
ওসব আমার রুচি না;
তাই,আমি এসব বুঝিনা।


রিকশার উপর ছিলাম বসা,
মাইক্রো এসে মারল ঘষা;
চড়টা খেলো রিকশাওয়ালা,
শ্রমিক প্রেমে মজিনা;
আমি এসব বুঝিনা।


চড়া সুদে অর্থ দানে,
চক্রবৃদ্ধি দ্বিগুণ আনে;
শেয়ার বাজার,ব্যবসা করে-
ঝুঁকি নিতে রাজি না;
আমি এসব বুঝিনা।


কথার একটা দোকান আছে,
কথা বেচি সবার কাছে;
মাঠে নেমে কিছু করে-
চিপায় মাথা গুজিনা;
আসলে;আমি এসব বুঝিনা।


স্বার্থ আমি খুঁজি প্রথম,
একটুও নাই লজ্জা শরম;
উদার,মহৎ যশ বা খ্যাতি-
ওসব আমার পুজি না;
সত্যি;আমি এসব বুঝিনা।