আয়রে তোরা আয়রে ছুটে,
মুহম্মদ (স) এর পথে;
শান্তি পাবি,দেখবি আলো-
আঁধার কালো রাতে।


আয়রে তোরা দলে দলে,
ইসলামের পতাকা তলে,
খোদার দিদার মিলবে হেথায় -
মর্যাদারই সাথে।


নবীন-তরুন পারবি তোরাই
কল্যাণের কাজ করতে
অকল্যাণকে উড়িয়ে দিয়ে-
কল্যাণের তাঁজ গড়তে।


দিবি যদি দ্বীনের দাওয়াত,
উঠবে রবি,আসবে প্রভাত,
আলোক পথের যাত্রী হবি-
চড়বি আলোর রথে।


আজকে তোরা হবি খাঁটি
আসল পরশেতে;
খাঁটি -খাঁটি গড়বি ঘাঁটি-
তামাম দুনিয়াতে।


তোরাই দিবি ভেঙ্গে হঠাৎ,
অত্যাচারী জালিমের হাত,
উচ্চারো সেই মুক্তির স্লোগান-
কল্যাণ আসবে যাতে ।


আয়রে রণাঙ্গনে,
কাঁধ মিলিয়ে কাঁধে;
লড়বি রে আজ জালিম,শোষক,
মুনাফিকের সাথে।


আলোর পথ যে গেছে ভুলে,
দিবি তাহার চক্ষু খুলে,
কোমল স্বরের আহবানে-
আনবি ন্যায়ের পথে।