কেন এ নিশি উতাল- পাতাল???
কেনই বা মন আজ বেসামাল???
গিটাররের তার যেন ছিড়ে যাচ্ছে সুরের মূর্ছনায়-
মনঃসাগরে উত্তাল তরঙ্গ কেঁপে কেঁপে উঠে-
রঙ্গপানি বন্যায় পর্যবসিত ;
জলস্পর্শে তবু শীতল নহে,
বরং লবণাক্ততাই অনুভূত।


চাঁদ ছড়ায় মায়াকিরন,
শ্বাশ্বত সূতার সে টান;
আবেগের ঝড়কে করেছে বেগবান।
মাইলের পর মাইল দেখি স্বচক্ষে -
দেখা হয় নাই শুধু সেই টানের রহস্য।
ঘুমকন্যাকে পাঠিয়ে দিয়ে
যে আসীন রজনীর নিঃস্তব্ধ সিংহাসনে-
একটিবার আলিঙ্গনের নেশায় মত্ত আমি,
তারই দিশা খুঁজি।


একবার বুকের আগুনকে-
পরাজিত করার তীব্র ব্যাকুলতায়
কোমল বিছানা ত্যাগে হইনি বিচলিত।


জানিনা কোন নগরে তার বাস!
বিচরণ কেন তবে আমার মস্তিষ্কে-?
কীটের মত কিলবিল করে স্নায়ূর নর্দমায়।
নিউরনগুলোকে নিঃশেষ করেই শান্ত হবে জানি-
মিটাবে তোমার প্রাণের আহ্লাদ।
মুক্তি চেয়েও আবার কেন আঁকড়ে ধরতে চাই???
রহস্যের পর্দা ভেদিয়া  উদিত হও,
স্নায়ূ নিমিষেই বিকলাঙ্গ হবে আমার-
স্বচক্ষে পরাজিত অবলোকন করাই তো
তোমার মহৎ কার্য-
তবে আর বিলম্ব কেন???


চাঁদ প্রায় নিভে যাচ্ছে,
পাখির কিচিরমিচির শোনা যায় ঐ-


তবে এসো আলিঙ্গন করি!!!