আমি জানি আমার এ মন আমার প্রতিকূলে
কারে জানি খুঁজে বেড়ায় আমাকে যায় ভুলে।
আমি থাকি একা পড়ে জড় বস্তুর মতো
হঠাৎ মন টা ফিরে এসে দুঃখ বাড়ায় যতো।
যার খোঁজে সে এক পলকে জগৎ এলো ঘুরে
মন জানেনা সে জন আছে যোজন যোজন দূরে।
মন জানেনা মন জানেনা বোঝেনা মন কিছু,
অকারণে বেড়ায় ছুটে মরীচিকার পিছু।
গভীর রাতে অবেলাতে মন ছুটে বারবার
ব্যর্থ হয়ে ফিরে এসে জুড়ে দেয় চিৎকার।
ডুকরে ডুকরে কেঁদে কেঁদে আমারে শুধায়
"আর কতকাল কাঁদলে দেখা দিবেন গো খোদায়?"
"আঁতকে উঠে মন রে বলি ওরে অবুঝ,অধম-
পাপী হয়ে দেখিতে চাস কুদরতি সেই কদম?"
"লোভে-মোহে আচ্ছাদিত যাহার ভিতর বাহির
তাহার মাঝে কেমন করে হবে সে নূর জাহির?"
মন কে বলি," সিজদাতে যা,ভেসে চোখের জলে-
হয়তো সে নূর দেখতে পাবি তাহার দয়ার বলে।"
সিজদাতে মন রয় না মোটে চেষ্টা করে শত
বলে,"আমি ভীষণ পাপী,হক মেরেছি কত।"
"কত আঘাত দিয়েছিলাম কত লোকের মনে
নাফরমানী করছি কত প্রতি ক্ষনে ক্ষনে।"
বললাম আমি ক্লান্ত স্বরে,"তাতে কি যায় আসে?
তওবা করো তাহার কাছে প্রতিটি নিঃশ্বাসে।
পাপের বোঝা হয় যদি তোর হিমালয়ের মতো
খোদার দয়া তার চেয়ে বিশাল আকাশ বড় যত।