স্বর্গ মোর কাম্য নয়,আমি আত্মার মুক্তিকামী,
দমের খেলায় কভূ নাহি থাকতে চাই মত্ত;
প্রেতাত্মা,কিংবা বিলাসী হয়ে নয় গো স্বামী,
হবো তব কাননের ফুল,হতে চাই শাশ্বত।


চন্দ্র,সূর্য, নক্ষত্রের জ্যোতি মানেনা এ তনু,
তৃষ্ণার্ত এই হিয়া মিশাবার তরে লাম-মীমের নূর;
প্রেম বীজের অঙ্কুর কামনার কীটে কেটেছিনু,
রঙ রসে মাখতে পারিনি বীণা,বাজেনি তাই সুর।


বাজারের ধুলো ছোঁয়াতে চাইনি গতরে,
চেয়েছিনু একমনে  রিপুহীন নিস্তব্ধ সাধন ;
ভেঙেছে ধ্যান- অশুভ কোলাহলের তরে,
পাপিষ্ঠ বদনের ধুলো করতে পারিনি শোধন।


বৈরাগি বেশে,তব খুঁজেছি যত জল-স্থলে,
তব কাছে মোর সঁপিনু সবি,তব মিতার উম্মত আমি;
আলোকিত করো,ত্যাগেছি সবি মায়ার ভূতলে,
তব প্রেমে ভুলেছি কামনা,আমি আত্মার মুক্তিকামী।