জীবন পথে চলতে গেলে
পড়বে হোঁচট খেয়ে,
হয়তো কভু দুখের বাতাস
আসতে পারে ধেয়ে।


ছাড়তে পারে বন্ধু স্বজন,
সকল সুখের সাথী;
উপকারের প্রতিদানে
হয়তো দিবে লাথি।


মনের মানুষ ঘোর আধারে
খুঁজবে আপন আলো
ভুলে যাবে সুখের মোহে
বাসলে যারে ভালো।


বুদ্ধি দাতা,ভগ্নি-ভ্রাতা
হারিয়ে যাবে দূরে
যাদের তুমি জায়গা দিলে
বুকের আসন জুড়ে।


হতাশ হবার নাইতো কিছু
নাইতো কিছু ভাবার,
মধু যদি থাকে ফুলে
আসবে ভ্রমর আবার।


অতশত ভাবনা ভুলে
নিজকে গড়ো আগে;
মালির কভু হয় কি অভাব,
ফুটলে কুসুম বাগে?