আজো বৃষ্টি এলো ঝুম ঝুম;
স্মৃতির ভীড়ে করে উল্লাস,
বইলো বেগে মাতাল বাতাস,
কেঁড়ে নিলো দু'চোখের ঘুম।


ভালোই ছিলাম ভুলে সেই সুখ;
বৃষ্টি বড়ো নির্দয়- নিষ্ঠুর,
মনের ঘরে করে ভাংচুর,
টুপটাপ ছন্দে ভাঙলো এই বুক।


মনে পড়ছে মধুর সে সাঁঝ;
তুই আর আমি মুখোমুখি,
লজ্জা ভরা চোখাচোখি,
সেসব শুধুই স্মৃতি যেন আজ।


সেদিন কত নিষ্পাপ ছিলাম;
ধরিনি হাত নির্জন ঘরে,
দেখেছি মুখ দু'চোখ ভরে,
মনের পাতায় একে নিলাম।


সে মুখ আজো ভাসে মনে;
ঝরে অশ্রু শ্রাবণ ধারায়,
সাঁঝের মায়ায় এ মন হারায়,
বাদলধারার আলিঙ্গনে।


যখন থামে বাদলধারা;
বলি আমি কাতর স্বরে,
নিবি আমায় বৃষ্টি ওরে,
মৃত আমি তোরে ছাড়া।