এক যমুনা রক্তে লেখা
যেই বিজয়ের গাঁথা;
তুচ্ছ যেথায় কলম কালি
তুচ্ছ কাব্য পাতা।


লিখবো তবু কিছু কথা
সেই বিজয়ের তরে;
যেই বিজয়ের জন্য আজও
মায়ের অশ্রু ঝরে।


ভাই হারালাম বোন হারালাম
বিজয় শুধু পেলাম;
সব হারিয়ে কেমন করে
আমরা জিতে গেলাম?


যেই বিজয়ে বোন বিধবা,
পঙু হাজার পিতা;
যেই বিজয়ে মায়ের বুকে
পুত্রহারা চিতা।


সেই বিজয় আজ মুষ্টিবদ্ধ
কিছু কালো হাতে;
সে হাত আবার হাততালি দেয়
বিজয়ীদের সাথে।


দুই সহস্র যোদ্ধার বয়স
অর্ধশত'র ঘরে
কেমনে তারা আনলো বিজয়
৭১এর পরে?


নাকি তারা মাতৃগর্ভে
ছিল গেরিলাতে?
মায়ের রক্ত শুষে নিয়ে
বোমা বারুদ হাতে?


মাঝে মাঝে রিকশাওয়ালার
জীবন গল্প শুনে-
প্রশ্ন জাগে জাতির বিবেক-
কেমনে খেলো ঘুনে।


এসব নিয়ে বলবো না আজ
বিচ্ছিন্ন সব আলাপ;
ছোট মুখে বড়ো কথা
শোনায় মিথ্যে প্রলাপ।


বিজয় জাতির সাধনার ধন
অনেক ত্যাগের ফসল
ত্যাগীরা হোক সম্মানিত
নিপাত মেকি,নকল।