কোথায় যে আজ হারিয়ে গেল
কলাপাতার ঘর!
বৃক্ষতলে পুতুল বিয়ের
জমছে না আসর।


গোল্লাছুট আর লুকোচুরি
কোথায় কানামাছি?
চোর-পুলিশ আর কেউ খেলেনা
বিলুপ্ত বৌ-ছি।


আর বসেনা পুথির আসর
শুনিনা রুপকথা,
হারিয়ে গেছে খনার বচন
শ্লোক,পুথির প্রথা।


ভাটিয়ালি,ভাওয়াইয়া গান,
ঘাটু পগারপার;
জারি-সারি মারফতি গান
যায় না শুনা আর।


বিশ্রুতি আজ বিলুপ্তপ্রায়
বাঁচাও আজ তারে,
শীর্ষে রবে বঙ্গমাতা
বিশ্বদরবারে।