মাঝে মাঝে মনের ভেতর শুরু হয় তোলপাড;
মনের কথা পাতায় লিখে করতে চাই উদ্ধার।
কাগজ-কলম নিয়ে যখন লিখতে বসে যাই; লেখার মত কোন কিছুই আর খুঁজে না পাই। কোথায় গেল এত আবেগ,দুঃখ গেল কই? কলম হাতে ভাবুক মনে পাথর হয়ে রই।
কান্নারা সব কোথায় গেল,কোথায় চোখের জল?
অশ্রুরাও আমার সাথে করে গেল ছল।
চিন্তা করি সুখের কথা,মুখে হাসি নাই; সুখগুলো সব পুড়ে পুড়ে হয়ে গেছে ছাই।
ঘুরে আসি হাজার অতীত,কত শত দিন;
কিছুতেই আর বাজে না মোর অনুভূতির বীণ।
অনুভূতি বোবা হল মরে গেল সুখ;
দুঃখ গুলো খুব বেয়াড়া ফিরিয়ে নেয় মুখ।
কলমটা তাই থেমে গেল আমি হই পাথর; কবিতারা ক্লান্ত ভীষণ খুব বেশি কাতর।
মন বলে না কোন কথা,করেনা চিৎকার;
উদাস হয়ে বসে থাকি -হয়না লেখা আর।