জন্মেছিলে মায়ার ভবে,
শৈশব দিলো মমতা;
কৈশোরে তোর হাসি খেলায়-
সময় গেলো অযথা।


যৌবন এলো,ফাগুন নিয়ে
মনে হলো স্বপ্নময়
সাগর,পাহাড় পাড়ি দিতে
হার মেনেছে কষ্ট ভয়।


যৌবন তোকে করলো কাবু,
করলো তোরে প্রেম কানা;
নিজের সাথে মনের সাথে-
লেগে গেলো দোটানা।


যৌথ প্রেমে দিন ফুরালো
গেলো শেষে চরিত্র;
একক প্রেমে ব্যর্থ হলেও
আজীবন তা পবিত্র।


ডুবলে নেশায়,যৌবন শেষে
চলে এলো বৃদ্ধকাল;
সন্তান তোরে করলো ঘৃণা,
ভাবলো তোরে বাড়তি মাল।


একদিন হয়তো বড় অসুখ
ডেকে নিবে ওপারে;
হাশর দিনে কিভাবে তুই
জবাব দিবি খোদারে।


অসময়ের নষ্ট ঘুমে,
ভুলে গেলি কে নিতাই;
নষ্ট প্রেমে নষ্ট আলোয়
জনম বৃথা হলো তাই।