এ রজনী পোহাবে কি
ঘুচবে কি অমানিশা
আলোর দেখা পাবো কি আবার
মিলবে কি ঠিক দিশা?

চিকুর ঝরে সপ্ন মরে
ভেঙেছে কত আশা
এ রাত এত দস্যি কেন
কেনোই বা সর্বনাশা?

ঘুম নেই চোখে ব্যথা ভরা বুকে
ব্যর্থ কাব্য লিখে
রঙ রস সব বিলীন হয়েছে
জীবন টা যেন ফিকে।

মানসিক রোগে যাই ভুগে ভুগে
রাতের প্রহর গুনি
ওই বুঝি ডাকে ভোরে পাখি
কান পেতে যেনো শুনি

হায়রে অভাগা,কুকুরের বিলাপে
নিজের ছন্দ মিলাই
নিশ্চুপ থেকেও রাতে গভীরে
বেদনার সুর বিলাই।

জানিনা খোদা কোন পাপে আমার
এমন পরিস্থিতি
অজানা ভুলে শাস্তি পাবো
এ কেমন তোমার নীতি?

মুক্তির আগে ক্রান্তির হেতু
শুধাই তোমার কাছে;
ক্রান্তির পরে মুক্তি মিলে
শুধুই তোমার কাছে।