খোদার পরে মাতৃপ্রেম জেনেছি সবসময়,
ভেবে দেখ,বাবা কভূ তারচেয়ে কম নয়।
জন্ম বাবার ঔরস হতে,পেলাম এমন দেহ,
জন্ম শেষে ভরণপোষণ আর দিবেনা কেহ।
ভরণপোষণ দিলেন বাবা হাটালেন হাত ধরে,
অমন হাত আর পেলামনা'কো এ জনমের তরে।
কোলে পিঠে করে মানুষ কুড়ি বছর শেষে,
হঠাৎ দেখি বাবা গেলেন মহাকালে মেশে।
সেই শক্ত হাতের কনুই আঙুল আজও মনে পড়ে,
হাট-বাজারে,মেলার ভীড়ে রাখতাম চেপে ধরে।
হঠাৎ যদি ভুলে গিয়ে ছেড়ে দিতাম হাত,
খুঁজে  খুঁজে বুকে লয়ে করিতেন আহ্লাদ।
পাণ্ডুর গালে চুমো দিয়ে বলতেন নরম সুরে-
হাত ছেড়না লক্ষীসোনা,হারিয়ে যাবে দূরে।
কেন যে আজ হারিয়ে গেলেন, হাতটি ছেড়ে দিয়ে;
বাবা তুমি কথা রাখনি ;যাওনি আমায় নিয়ে।
কভু তুমি আসবেনা'কো এই দ্যুলোকে ফিরে,
হেরিয়া তবু তোমার ছবি ভাসছি আঁখি নীরে।
কেউ বলেনা তোমার মতো পিঠে চড়ার  কথা,
কেমন করে সইবো তোমায় হারিয়ে ফেলার ব্যথা।
গভীর রাতে সবাই যখন থাকে গভীর ঘুমে,
বাবা তুমি কল্পনাতে আস হৃদয়ভূমে।
ঘুমের ঘরে প্রায় রাতে এসে আমার কাছে,
স্নেহ ভরা শক্ত হাতে অশ্রু দিতে মুছে।
মুছে মুছে হবে না'কো চোঁখের জলের শেষ,
বাবা তোমায় কাছে পেলে সুখী হতাম বেশ।
ভাবছি তবু এই জনমে হলাম না হয় একা,
পরজনমে তোমার সাথে হয় যেন গো দেখা।
প্রথম দেখায় তোমার আমার হবে মোলাকাত,
পুরো আদায় করবো সেদিন এই জনমের সাধ।
বেশী দিন আর নেইকো দূরে,হবে না আর দেরি-
সর্ব-মহান করলে আদেশ,আসবো তবে ফিরি।