সময়টা চলে স্রোতের মতোই,আপন গতি ও ছন্দে;
প্রিয়জন রেখে,বহূদুরে থেকে,মেতেছি স্মৃতির গন্ধে।


উঁকি মারে মনে শৈশবকাল,স্বাধীন সোনালী জীবন;
তপ্ত হৃদয় সুশীতল করে,ভেসে আসা তার পবন।


গোল্লাছুটের ভোঁ ভোঁ করা দৌড়,ডাংগুলি  কত খেলেছি;
কনকনে শীতে সকাল-সন্ধ্যা,খড়েতে আগুন জ্বেলেছি।


কিশোর বেলার আম জাম চুরি,মনে পড়ে যায়এখনো;
দূর গাঁয়ে গিয়ে দলবলসহ,কাবাডি খেলেছি কখনো।


হৈ-হুল্লোড়ে পাড়ার সকলে,ঈদের চাঁদটা দেখেছি,
সস্তা,রঙিন চশমা চোখেতে,ঈদের খুশিতে মেতেছি।


দু'টাকা যখন টিফিনের নামে বাবার নিকটে পেতাম;
বাশ বা মাটির ব্যাংকে জমিয়ে গঞ্জে,মেলায় যেতাম।


অনেক অর্থ এখন আমার,ভীষণ বিলাসী চলন;
সেদিনের কাছে তুচ্ছ অর্থ,তুচ্ছ বিলাসী ভবন।


চাহিদা ছিলো না,ছিলো প্রশান্তি, সোনালী অতীত জীবনে;
আজো বসে বসে,ভাবি আনমনে,হারালো সেদিন কেমনে?