মানুষকে কি দোষ দিবো আর
জন্মই আমার বড় পাপ;
কোন কিছুই ছোঁয় না আমায়
আশীর্বাদ বা অভিসাপ।


বুকের ভিতর দুঃখ আছে
কষ্ট আছে এক সাগর;
ভিতরে এক হৃদয় আছে
পুড়ে পুড়ে আজ পাথর।


স্বপ্ন খুবই কম দেখেছি
দুঃস্বপ্ন সব দুই চোখে;
আমি নাকি রঙ,রসহীন
বলে আমায় সব লোকে।


ভিতরে যার ভিসুভিয়াস
আগুনের তাপ পায়না ভয়;
শূন্য থেকে আরম্ভ যার
কি এমন তার হবে ক্ষয়?


জীবন আমায় শিক্ষা দিছে
বাস্তবতা কয় কারে;
তবু আমার নাই অভিযোগ
জগৎ স্বামীর দরবারে।


আজকে আমি যে জায়গাতে
হয়তো কারো স্বপ্ন তাই;
সেই হিসেবে ভেবে দেখি
আমার কোন দুঃখ নাই।