মাঝে মাঝে ইচ্ছে করে অনেক কথা বলতে;
ইচ্ছে করে অতীত ভুলে নতুন করে চলতে।
ইচ্ছে করে ঝেড়ে ফেলি সকল স্মৃতির ঝুড়ি;
ইচ্ছে করে স্বাধীন ভাবে নীল আকাশে উড়ি।
ইচ্ছে করে বৃক্ষ হতে দিতে শীতল ছায়া;
ইচ্ছে করে পুষ্পে ফলে বিলাই যত মায়া
ইচ্ছে করে সাগর হতে নীলে নীলে ভরা;
ইচ্ছে করে বৃষ্টি হয়ে ভিজাই সকল ধরা।


ইচ্ছে করে সূর্য হয়ে ছড়াই শুধু কিরন;
আঁধার মুছে দেই ভুলিয়ে সকল ব্যথা,পীড়ন।
ইচ্ছে করে চন্দ্র হয়ে হাসতে মধুর হাসি;
যেই হাসিতে কান্না ভুলে হাসবে ভুবনবাসী।
ইচ্ছে করে বাসতে ভালো সব ভেদাভেদ ভুলে;
ইচ্ছে করে হিংসাকে নেই জগৎ থেকে তুলে।
ইচ্ছে করে স্বপ্ন হয়ে থাকি সবার চোখে;
স্বপ্ন ছাড়া থাকবে না কেউ,মরবে না কেউ ধুঁকে।
কত কিছু ইচ্ছে করে ফলাফল তার শূন্য;
হতে পারে স্বপ্ন পূরণ করলে সবাই পূন্য।