জানি বোঝাতে পারবোনা-
কষ্ট দিতে চাইনা তব মনে;
তোমার কষ্টে কষ্ট আমার,
কাঁদলে তুমি কাঁদি ক্ষণে ক্ষণে।


একে-একে দুই,দুই এ দুই এ চার,
ভালোই তুমি জ্ঞাত;
ফোটায় ফোটায় তোমার অশ্রু ঝরলে-
ঝরবে আমার কত?


কষ্ট এখন বড় ভালো লাগে-
কষ্টের খোঁজেই থাকি;
তোমার ব্যথায় দ্বিগুণ আমার-
ব্যথা পুষে রাখি।