বাইরে গেলে করোনার ভয়,
পুলিশ-সেনার শাসন;
খাবার ছাড়া ঘরে গেলে-
বউ শোনাবে ভাষণ।


জলে কুমির,কূলেতে বাঘ-
শাঁখের করাত আমার;
নেতা নামের শকুন গুলো-
নিচ্ছে লুটে খাবার।


গরীব মরে ক্ষুধার জ্বালায়,
ত্রাণের আশায় আশায়;
তেলের খাটে ঘুমায় নেতা-
পুকুরে চাল ভাসায়।


অনাহারে জাতির যখন,
যাচ্ছে চিবুক ঝুলে;
সুযোগে চোর কলা গাছ হয়-
আঙুল ফুলে ফুলে।


কারো পৌষ মাস কারো আবার
সর্বনাশের ঋতু;
পাল্টে যাবে আমরা যেদিন-
থাকবো না কেউ ভীতু।