রক্ত গোলাপ,হলুদ গাঁদা
সব শহীদের চরণে;
হৃদ মাঝারের গভীর হতে
শ্রদ্ধা জানাই স্মরণে।


তোমাদের সেই রক্তের দাম
শোধ হবেনা জনমে;
তোমরা রবে স্বত্তা জুড়ে
সব বাঙালির মরমে।


যেই ভাষায় আজ কাব্য লিখি
সেই ভাষা দান তোমাদের;
বর্ণমালার সকল কালি
রক্ত সালাম,বরকতের।


রক্তের স্রোতে পথ দেখালে
আত্মত্যাগে আঁকলে রেশ;
সেই মহিমা পুঁজি করে
আজকে স্বাধীন বাংলাদেশ।


তোমার একুশ বায়ান্নতে
একাত্তরে মুজিব ভাই;
তোমরা রবে অমর হয়ে
কিংবদন্তির মৃত্যু নাই।