শমনেরই আগমনে হবে তুমি লাশ,
হবেনা আর মুহূর্ত কাল সুখের ঘরে বাস।


ধরাধরি করে তোমায়,করবে ঘরের বাহির,
এ জগতের কেউ না,তুমি মাইকে হবে জাহির।


মনের মানুষ কাঁদবে পাশে,আঁখি জলে ভেসে,
পাড়া-পড়শী ভিড় জমাবে তোমার পার্শ্ব ঘেঁষে।


কাঁদবে মাতা, কাঁদবে ভ্রাতা, করবে আহাজারি-
কাঁদবে না তোর অর্থ কড়ি,কাঁদবেনা তোর বাড়ি।


গোসল দিবে গরম জলে,মাখবে লোবান,আতর;
শক্ত করে বাধবে তোমায়- জড়িয়ে সাদা কাপড়।


খাটে করে তুলবে কাধে,আল্লাহ রাসুল(স) বলে,
হাটবে স্বজন পিছু পিছু- ভেসে নয়ন জলে।


মাথার উপর বাশ তোমার,হবে মাটির ঘর,
মুঠোয় মুঠোয় মাটি পেয়েই হয়ে যাবে পর।


ভুলে যাবে তোমায় তব শুভাকাঙ্ক্ষী স্বজন,
থাকতে সময় অনুকূলে কর রোপণ,বপন।


যেদিন তোমার কোন সময় থাকবেনা আর হাতে
বুঝেও সেদিন লাভ হবে না কবর জগতে।