নকল মেকির রাজত্বে আজ-
ভেজাল পণ্যে ভরা,
যুগের সাথে তাল মিলিয়ে
পাল্টে গেছে ধরা।


নরপশু ও হারাম টাকায়-
কিনলো হাজীর বেশ,
পদ নিয়েছে সমাজ সেবীর
সমাজ করে শেষ।


কেউবা গিলে হাদীস কালাম-
হারাম রোচে মুখে,
জুব্বা টুপির লেবাস ধরে,
জনম কাটায় সুখে।


কেউবা আবার সাধু পুরুষ-
উচিত কথা বলে,
নীতিটা তার পক্ষে হলেই
নীতি মেনে চলে।


কিন্তু এসব স্থায়ী নয়-
যাবেই তো সব ঝরে,
লাভ কি বল কল'টা নেড়ে
জল যদি না পড়ে।