মাকে আমার গর্ভে দান করে,
আমাকে কর মাতা;
দশ মাস দশদিন রাখবো যতনে-
শোন হে বিধাতা।

বুকের রক্তে ভেসে ভেসে যদি-
জন্ম দেই আমি তারে;
শোধ হবে কিছু মাতৃকার ঋন,
চাপানো আছে যা ঘাড়ে।

ছোট ছোট কত বুনবো কাঁথা
লক্ষী সোনার তরে-
আসমান জমিনে ছোঁয়াবো না তারে;
রাখবো বুকেতে ধরে।

কপালে, মুখে চুমু খেতে খেতে-
মিটাবো প্রাণের সাধ-
রাজকন্যার বেশে সাজাবো তারে,
লাজেতে লুকাবে চাঁদ।

নয়নের মণি রাখবো দু'নয়নে
ব্যাঁমো যাতে না বাঁধে
যদিও বা বাঁধে সারোবো তারে-
বুক ভরা আহ্লাদে।

প্রাণের দামে যদি গো বাঁচে,
লক্ষী যাদুটির প্রাণ;
হাসি মুখে আমি লভিব গো প্রভু-
তোমারই দয়ার দান।

তবুও কি শোধ হবে গো ঋনের
হাজারের এক ভাগ?
অতুল্য হায় এ জগতে জানি,
জননী লব্ধ সোহাগ।

ঋনী থেকেও ধন্য যে আমি,
শেষ দিনে পাব দেখা;
দুনিয়ার সকলে ঋণী রবে মাগো,
মুক্ত তুমিই একা।