জীবন ভরে যা করেছি রুজি,
কোনোদিনও হয়নি তাতে পুঁজি।
হাত পাতি নাই কভু কারো কাছে,
তুষ্টি তাতেই ছিল-আজও আছে ।
আজকে আমি গৃহবন্দী বলে,
রান্নাবান্না ঘরে নাহি চলে।
লজ্জা লাগে ত্রাণের পিছে লড়তে,
খাদ্য হাতে ক্যামেরায় মুখ ধরতে।
ছোট্ট ছেলে বলল সেদিন আমায়,
তোমার ছবি দেখছি প্রথম পাতায়।
মধ্যবিত্ত চায়না কভু ভিক্ষা,
সত্যি বলছি,দেখে নাও সমীক্ষা।
বুক ফেটে যায়,মুখ তবু না ফুটে
প্রাপ্য আমার তোমরা নিলে লুটে।
কত চালের বস্তা তোমার ঘরে,
এসব শুনে লজ্জাতে যাই মরে।
এই করোনায় হয়তো বেঁচে রবে,
খোদার কসম-বিচার একদিন হবে।
সময় আছে আজও তোমার হাতে,
দান করে যাও,কল্যাণ আছে তাতে।
আমাদেরও বাঁচার ইচ্ছে আছে,
সবার জীবন দামী সবার কাছে।
মধ্যবিত্ত নাই বা যদি বাঁচাও;
ময়না দ্বীপে নির্বাসনে পাঠাও।