মমধ্যবিত্ত বেকার যুবক
নীরব কান্না জানে,
তাদের কষ্ট যায়না বোঝা
চেয়ে মুখের পানে।


কখনো তার পকেট ফাঁকা
কখনো পেট খালি,
কখনো তার জুতো জোড়ায়
থাকে অনেক তালি।


কাপড় গুলো পুরোনো তার
পড়ে ধুয়ে ধুয়ে
লন্ড্রি করে হাতের ভাঁজে
বালিশ তলে থুয়ে।


পেটে ক্ষুধা তবু মাথায়-
পরিপাটি সিথী;
কষ্টগুলো রাখতে ঢেকে,
শিখছে এমন নীতি।


চা-বিস্কুটে মাঝে-মাঝেই
সকাল টা যায় চলে;
দুপুর বেলা শিঙারা খায়-
হালকা নাস্তা বলে।


রাত্রিবেলা ডিমের সাথে
ডালের পানি খেয়ে-
শোকর করে খোদার কাছে
ভীষণ তৃপ্তি পেয়ে।


চাকরির কাগজ রোজই কেনে,
বিজ্ঞপ্তি যায় পড়ে;
কল্পনাতে চাকরি পেয়ে-
খুশিতে মন ভরে।


স্বপ্ন দেখে বড় হবার,
ভাবে সমাজ নিয়ে;
ব্যর্থ হয়ে কেউ বা পালায়-
আত্মাহুতি দিয়ে।


সত্যি বলছি,এটা শুধু-
নয়তো কাব্য কথন;
তিক্ত;কিন্তু সত্যিই এমন-
মধ্যবিত্তের জীবন।