জীবন চলার ছোট্ট পথে
কত মানুষ দেখি
কারো কারো নামটা কভু
হৃদয় মাঝে লেখি।


নামের সংখ্যা নয়তো বেশি,
হাতেগোনা ক'জন;
তুষ্ট আমি ক'জন নিয়েই
কারণ এরাই স্বজন।


কিন্তু হঠাৎ এমন মানুষ
দেখছি আপন চোখে;
তাকে নিয়ে বাক্য এতো
যায়না বলা মুখে।


মিষ্টি তাহার মুখের বাণী,
কিন্তু স্বল্পভাষী,
কথার সাথে মুক্তা যোগে
ঝরে মিষ্টি হাসি।


ভাবিনি সে অল্পদিনেই
মনটা জিতে নেবে
আমি কি তার মন পেয়েছি
ভয় হয় ভেবে ভেবে।


চায়ের কাপে চুমুক দেয়া,
আড্ডা রাস্তার মোড়ে,
তাসের আসর তাহার সাথে
ভীষণ মনে পড়ে।


কেমন করে একটা মানুষ
হয় যে এত গুনী
হৃদয় কাড়া কন্ঠ তাহার
অনুভবে শুনি।


সারাজীবন তাহার স্নেহ
এখন আমার চাওয়া,
ভাবছি এমন পরশ পাথর
সহজ নয়তো পাওয়া।


মানুষ রূপে পরশ সে যে
হয়তো নেই তার জানা;
তার পরশে খাটি হতে,
ব্যাকুল হৃদয়খানা


যেথায় থাকি করবো দোয়া
ভালো থাকেন সদা,
ভাইয়ের মনে আমার জন্য
জায়গা রেখো খোদা।