আজকে এই মন--
কেবলই ছটফটায় ;
পেয়ে ও না পাওয়ার-
অজানা যন্ত্রনায়।


ঢল ঢল চাহনিতে বিনিদ্র আঁখি
জলে ভেসে টলমলায়;
চারিপাশ রেখে আকাশপানে  দেখে-
কি যেন প্রতীক্ষায়।


অজানা নীলের অন্বেষণে আখি-
বারবার ফিরে চায়;
ক্লান্ত তবু অতৃপ্ত হিয়া-
কি যেন অপূর্ণতায়।


অভাবের বিলাপ শুনায় পুনর্বার-
অনিশ্চিত চাহিদায়;
কল্পনালোকে বাহু মেলে খুঁজে,
অধরা ধরার আশায়।  

হৃদয় আঙিনায় কার আবির্ভাব?
মুখ খানি ডাকা ছায়ায়।
কখনো আলোর হালকা ঝলকে-
বেঁধে ফেলে মন মায়ায়।


মিছিমিছি কেন প্রেম প্রেম খেলা-
চড়ুইভাতির ন্যায়;
আলো-ছায়ার এই লুকোচুরি মিছিলে,
বৃথাই বেলা ব্যয়।