দাদা,অনিরুদ্ধ বুলবুল;
আপনি,শুধু, বোদ্ধা কবিই নন-
কবিতার বাগে শাশ্বত গোলাপ ফুল।।


হে বাংলা কবিতার বুলবুল,
আহবায়ক হয়ে ভূমিকায় আপনার-
ত্রুটি নেই একচুল।।


হে মহান, আসরের অতুল,
না হেরি ভেবেছি তরুণ কি প্রবীণ
কীর্তিতে তারুণ্যের মূল।।


হে সুহৃদ, হৃদয়ের ফুল,
ফোটালেন এই কবিতার আসরে
জ্যোৎস্না ও প্রীতির ফুল।।


হে শত কবিতার জনক,কাব্যের মাতুল,
জানি রাখিবেন আদরে ফুলদানি ভরে,
অনাদরে শালফুল।।


উৎসর্গঃ-প্রিয় দাদা,অনিরুদ্ধ বুলবুল(বোদ্ধাকবি)