পাল্টে গেছে কালের হাওয়া
পাল্টে গেছ তুমি,
প্রেম- ভাবের আজ বাজার খারাপ
টাকা-পয়সাই দামী।
মন বোঝেনা মানুষকে
তাই,মানুষ চায়না মন,
কাম- বাসনা, বিত্ত পেলে
মনটা নিষ্প্রয়োজন ।
পাল্টে গেছে মনের কথা
তাই মন শোনে না কথা,
মন নেই বলে রক্ষা এবার
মনেও নেই ব্যথা।
পাল্টে গেছে রাতের চাঁদ
পাল্টে গেছে রাত,
সভ্য যুগের আলোর কাছে
জ্যোৎস্না কুপোকাত ।
নিবিড় গ্রামে মন টিকেনা
প্রয়োজন কি তার,
রোমাঞ্চিত গার্ডেন,পার্কে
সুখের হাট-বাজার ।
তাই পাল্টে গেছে সুখের ধরন
সুখটাই গেছি ভুলে,
ভেজাল ভরা কৃত্রিম যুগে
অসুখ সবের মূলে।
পাল্টে যাবে এই দুনিয়া
পাল্টে যাবে সব,
সপ্তম আকাশ পাল্টালেও
পাল্টাবে না রব।
তাই পাল্টাপাল্টি ভুলে গিয়ে
এসো নতুন করে,
পান করে লই আসল সুধা
শান্তি- যুগের তরে।
না হয়,পাল্টে যাবে অশান্তির ঝড়
বাড়বে ক্রমে-ক্রমে,
দেনা- পাওনা ও পাল্টাবেনা
পাল্টাবে না যমে।
প্রাপ্য যাহা,পাবে তাহা
এটাই রবে ঠিক,
কেমন প্রাপ্য কাম্য তোমার
ঠিক করে নাও দিক।