আজানের ধ্বণি শুনিয়াও তুমি ঘুমাও পরম সুখে;
মুয়াজ্জিনের ব্যাকুল সে ডাক আঘাত করেনি বুকে।


রাত্রি তোমার ঘুমের লাগিয়া,ঘুমকে দিয়াছো ছুটি;
যন্ত্রে মন্ত্রে মরিয়া হইয়া,বাধিলে পাপের জুটি।


তিক্ত নেশায় নাশিলে শরীর ঘুমিয়েছ সারা বেলা;
জোহর ফুরিয়ে আসর আসিল,তাতেও করিলে হেলা।


মাগরিবে তুমি মাতিয়া রহিলে সঙ্গী সাথীর দলে;
পাপের রশিদ বানিয়েছো তুমি,পড়িয়া নারীর ছলে।


এশার নামাজ পড়িবে কিভাবে?সময় তোমার কম;
কত শত কাজ ঘরেও বাহিরে,ফেলিতে পারোনা দম।


সাধন-ভজন হইলো না কিছু,দুনিয়া তোমার সব;
লোভে,পাপে,মোহে হইলে অন্ধ,ভুলিলে আপন রব।


দুদিন বাদেই যৌবন শেষে দেখিবে স্বয়ং চোখে;
পারিলে তখনি কবরে পাঠায় তোমার আপন লোকে।


যাহাদের তরে করিয়াছো চুরি,তাহারা বলিবে চোর;
অর্থের লোভে নিমিষেই ছিড়ে- আত্মীয়তার ডোর।


মরণ তোমার কোনদিন হবে,বলিতে কি তুমি পারো?
যদি না পারিবে,দেরি না করিয়া,সম্পদের লোভ ছাড়ো।


মৃত্যুর কথা স্মরণ করিয়া দু ' চোখ বুজিয়া থাকো;
মুহূর্তে তোমার চেতন ফিরিবে,হিসেব মিলিবে নাকো।


কেমনে রহিবে কবর দেশেতে,ভাবিয়াছো একবার?
মা'বুদের কাছে কোন অজুহাতে করুনা চাহিবে তাঁর?


হে যুবক তুমি হতাশা ছাড়িয়া আলোর সিরাতে আসো;
যে খোদা তোমায় পাঠিয়েছে ভবে তাহারেই ভালোবাসো।


শোন হে যুবক,এখনো তোমার ফুরায়ে যায়নি সব;
যুবকের ডাকে খুব খুশি হন পাপী যুবকের রব।