ধার করা তোর ইংরেজিটা,বাক্সবন্দি করে রাখ;
ফিরিয়ে আন মা বাবাকে;ড্যাডি-মাম্মি নিপাত যাক।
হিন্দি তুর্কি তামিল ছেড়ে-বাংলাতে হোক বিনোদন;
হোকনা ওসব মনি মুক্তা;দিন শেষে তা পরের ধন।
পরের ধনে আর কতকাল-ধরবি রে তুই বাবুর বেশ?
মধুসূদন,আর কতকাল পরবি মাথায় আলগা কেশ?
শিকড় ভুলে,শিখর খুঁজে আছাড় খেয়ে পড়তে চাস?
বাড়ির গরু খায় না জানি-সবুজ সতেজ কোলার ঘাস।
আয় ফিরে আয় মায়ের বুকে-এটাই আসল বিছানা;
হৃদয় থেকে মুছে দে তুই,মীর জাফরের ঠিকানা।