খোদা তুমি মহান জানি
দেখিনি দুই নয়নে;
দেখছিলাম মা বাবাকে
অবিকল নেই ভুবনে।


তুমি মালিক প্রাণ দিয়েছো
গড়ে নিখুঁত অবয়ব;
যত্নে যারা করলো লালন,
তাঁরাও তো আমার রব।


কিন্তু তোমার ইচ্ছে হলেই
তুলে নাও সে আপনজন;
অন্তর্যামী,জানো তুমি
কি কষ্ট পায় অবুঝ মন।


সেই ব্যথা ও ভুলতে পারি
রেখে মনে এ বিশ্বাস;
হবে আমার পিতামাতার
ফেরদৌসেতে বসবাস।


পিতা মাতা সন্তানকে তার
লালন করে যেমতি;
পরকালে তোমার ছায়ায়
মা বাবাকে দাও গতি।