মসজিদ হতে ভেসে ভেসে আসে-
মুয়াজ্জিনের আযান;
কত করুণ সেই আজানের ধ্বণি,
কলিজাতে দেয় টান।


হাইয়্যা আলাস সালাহ শুনি তবু-
মসজিদ যেতে মানা;
অতিক্ষুদ্র এই করোনার শক্তি,
উমরায় দিলো হানা।


গৃহবন্দী মানুষ চিন্তায় মরে-
বাঁচার কি নেই উপায়?
শ্রমিক-মজুর করোনায় নয় ভীত-
মরবে তাঁরা ক্ষুধায়।


চারিদিকে মৃত্যুর খবর শুনি-
মানব জাতি কাঁদে;
কেউবা আবার চোখের জলে ভাসে-
করুন আর্তনাদে।


করোনা যার মিলে গেছে দেহে,
মরার আগেই মরে;
প্রতিবেশী,স্বজন, কেউ নয় আপন-
নিজ প্রাণ নিয়ে সরে।


ওগো মালিক,এবার বাঁচাও ধরা;
শুনছো কি সেই চিৎকার;
তুমিই মোদের রক্ষা কর্তা,মা'বুদ;
আবার করছি স্বীকার।