মানবকূলের হয়ে তুমি
জন্মিলে ধরায়,
ভুলে গেছো ফোটায় কে ফুল
কে আবার ঝরায়।


শ্রেষ্ঠ জীবের কাজটা কি ভাই
নিলেনা তো খোঁজ;
গড্ডালিকায় ভেসে গিয়ে-
পাপ করেছো রোজ।


শস্যক্ষেত্র এই দুনিয়া;
করবে যেমন চাষ,
তারও অধিক ফসল পাবার-
নেই'কো অবকাশ।


মৃত্যু তোমার সন্নিকটে;
ভয় করিলে তার;
হাসতে খেলতে কেমন করে-
হয়'যে বেলা পার?


থাকতে সময় আমল করো,
রবকে লও চিনে;
মুক্তি তোমার মরিচীকা-
রাসুলকে বিনে।