নামিতেছে সন্ধ্যা, ডুবিতেছে রবি,
এখনি নামিবে অন্ধকার;
কৃষক লাঙল কাঁধে ফিরিতেছে বাড়ি,
সাধনা বুঝি শেষ হলো তার ।
পানকৌড়ি আর বকের সারি,
ডানা মেলিয়া ধরিয়াছে পাড়ি-
দূরের কোন জামগাছে হয়তো
সকলে করিবে ভীড়,
কাক,বক আর শালিকেরা সেথা,
রহিবেনা স্থির ।
হুক্কাহুয়া ডাকে মাতিবে এবার
ক্ষুধার্ত পাঁতিশিয়াল,
চৌকস কুকুর বসিয়াছে পাহারায়,
আয়েশে ঘুমায় বিড়াল ।
সন্ধ্যা নামিল,থামিল সবাই
বিছানায় রাখিল গা;
হাসিছে শশী, ছড়ায়ে কিরণ,
শেষ হইলো সন্ধ্যা ।