দূর আকাশে মেঘের ধ্বনি,
বিজলি আলো হাসে;
ভীতির ছলে যেতাম বুকে
থাকতে যদি পাশে।


হাড় কাঁপানো শীতে যদি
বইতো শীতল পবন;
শক্ত করে জড়িয়ে ধরে,
লুকাইতাম এ বদন।


গভীর রাতে হঠাৎ যদি
নিদ্রা ভেঙে উঠতাম;
ঘুমন্ত ওই লোচন মাঝে
স্বপ্ন একে দিতাম।


তোমার বুকে মাথা রেখে,
চাঁদটা দেখার ছলে;
ভালোবাসার গল্প হাজার,
যেতাম শুধুই বলে।


স্বপ্ন গুলো মাঝে মাঝে
অন্ধকারে হারায়,
বেঁচে থাকার ইচ্ছে পালায়-
একাকীত্বের তাড়ায়।


আর কতকাল তুমি হীনা-
স্বপ্ন বুনে যাবো?
সত্যি বলো তোমায় কি গো-
এই জনমে পাবো?