সময় যুগের যোগ্য শিক্ষক,
শেখায় বিনা অর্থলাভে
কর্ম তোমার পাঠ্যবিষয়,
কর্ম শেষে ফলটা পাবে।


দুঃসময়টায় চেনায় মানুষ,
স্বার্থপরের মুখোশ সরায়,
আসল সুরত তুলে ধরে
কাঠের চশমা চক্ষে পরায়।


কেউবা থাকে আত্ম ত্যাগী
বিলায় নিজকে ক্রান্তিকালে,
তাঁরাই আসল হিরে মানিক
ভুলো না তাই দুখ ফুরালে।


দুধের মাছি গেল উড়ে,
আসবে ফিরে আবার গ্রীষ্মে
আম আর কাঠাল সামনে দিও
দেখবে তাদের নতুন দৃশ্যে।


সেদিন যদি অতীত ভুলো
শনিরদশা কাটবে না আর,
বাশের চিপায় আটকে যাবে
সম্ভাবনা নাই তো বাঁচার।


দুখের দিনের অভিজ্ঞতার
নিতে হবে পূর্ণ দীক্ষা,
সে দীক্ষাতে দীক্ষিত হও,
সফল করো কালের শিক্ষা।