তোমার নামেই হয় যেন গো
আমার নিত্য সূর্যোদয়;
সকল কাজের সূচনাতে
তোমায় যেন স্মরণ হয়।


তোমার নামের উচ্চারণে
সূর্য ডোবা দেখতে চাই;
আঁধার ঘরে তোমার নামে
যেন সন্ধ্যা দ্বীপ জ্বালাই।


আহার যেন হয়না গ্রহণ
না স্মরিলে নাম তোমার;
আহার শেষে প্রশংসাতে
ডাকি যেন বারংবার।


দিলেন যিঁনি নিদ্রা নামের
বিকল্পহীন সুখের দ্বার;
তার বরাবর চাই গো যেন
জাগার শক্তি পুনর্বার।


যাঁর ইশারায় দিন গড়িয়ে
সন্ধ্যা,রাত্রি,ভোর আসে;
গভীর রাতে তাঁর সমীপে
যেন আমার যেন বুক ভাসে।


যেই নামেতে অসীম ক্ষমা,
অসীম দয়ার খোঁজ মেলে;
ধন্য হবে মানব জনম
সে নাম মুখে প্রাণ গেলে।


তোমার নামে সঁপে দিলাম
জীবন মরন সব আমার;
আমায় তুমি কবুল করো
ওহে মালিক দুনিয়ার।