সভ্য যুগের মানুষগুলো
সভ্য হয়নি মোটে;
কাজের নামে ঠন ঠনাঠন-
শক্তি অনেক ঠোঁটে।

কালো সাদার সাম্য বাণী
বইয়ের পাতায় রেখে;
সাদার জন্য প্রাণ বলি দেয়
আটা ময়দা দেখে।

সেদিন ছিল শ্রমিক দিবস;
করলো মিছিল মিটিং।
ফেরার পথে রিকশাওয়ালার-
ভাড়ায় দিলো ফিটিং।

আঙুল তুলে বললো তারে,
"কানের নিচে খাবি-
চৌদ্দ টাকা খুচরা আছে;
চৌদ্দ টাকাই পাবি।"

বিশের ভাড়া চৌদ্দ দিয়ে
থাকো সভ্য বেশে;
পশু যদি সভ্য হবে
অসভ্য কই দেশে?

কিছু ভন্ড আলেম সাজে,
হাদিস কালাম জানে;
পানের সাথে জর্দা খেয়ে
কত দলিল টানে।

দেখা হলেই নিত্য তারে
সালাম জানায় সবে;
কেউ জানেনা আগে সালাম
কাউকে দিছে কবে।

ভন্ডই সভ্য,সভ্যই ভন্ড
সহজ সমীকরণ;
দুইয়ের চাপে পাল্টে গেল
নৈতিকতার ধরণ।