আষাঢ় মাসে কাঁচা পথে,
পিছলে পড়ার ভয়;
শীতের দিনে স্নান কালেও
তার চেয়ে কম নয়।


রাজপথ আর খেলার মাঠেও
ভয়ের সমাবেশ;
ভয়ে ভয়ে নিঃস্ব সমাজ,
এবার যাবে দেশ।


মোল্লাবাড়ির মৌলবী আজ
মোল্লা সাবের ভয়ে;
উল্টা-পাল্টা ফতোয়া দেয়,
অবিচার যায় সয়ে।


হাইস্কুলের প্রধান শিক্ষক
সভাপতির কথায়;
ফেলূরামকেও প্রমোশন দেয়,
চাকরির চিন্তা মাথায় ।


ওসি সাহেব এম.পি সাবের
হুমকিতে পায় ভয়;
নেতার হুকুম ছাড়া সে যে
মামলা নেবার নয়।


কোর্ট-কাছারি যাহাই বলি,
সবখানেই ভয় আছে;
ভয় পেলে যে জর্জ সাহেবের
কাটবে জীবন হেসে।


আপন জীবন নিজের কাছেই
করুন শংকাময়;
পুলিশ কেন ঘুষ খাবেনা?
পাছে চাকরি যাবার ভয়।