ভুলিনিতো আজো ২৫শে মার্চের,
ভয়াল কালোরাত;
স্বজন হারায়ে হয়েছি পাথর,
ভুলিনিতো সেই আঘাত।
আমি কবি নির্মলেন্দুর
কবিতার অবুজ শিশু,
মা বাবার প্রান কেড়েছে সে রাতে
উর্দিতে মোড়া পশু।
আমি লেখক জাফর ইকবালের
রাশেদের বন্ধু -স্বজন,
জয় পাকিস্তান বলেনি বরং
বরন করেছে মরণ।
আমি হলাম পঙু পিতার
দেহ বয়ে চলা ছেলে,
গুলির আঘাতে সেদিন যিনি
পা দুটোএসেছেন ফেলে।    
আমি সাত শ্রেষ্ঠ বীরের
কনিষ্ঠ বোন-ভ্রাতা,
আমি হলাম জাহানারা ইমাম,
সকল রুমির মাতা।
সূর্য সন্তান তোমরা অমর
তোমরাই মুক্তি দাতা,
তোমার বুকের রক্তে কেনা,
আমার স্বাধীনতা।