হয়তো করেছি ভুল, দেখেছি কেয়ার ফুল
তার মুগ্ধ করা মাতাল গন্ধে
আকুল হয়ে জেগে থাকি
শুরু থেকে শেষ, অহর নিশি নির্নিমেশ।
করুন সুরের বীণা বেজে চলে
রাত জাগা পাখির কন্ঠে,
হয়তো তারই আহ্বানে
জেগে উঠে হলদেটে চাঁদ,
তার আলোয় অশরীরীর ছায়া পরে
আম কাঁঠালের বনে।
তবু স্থির চোখে
জেগে থাকি মাতাল আমি।
ভরা পূর্নিমার হলদেটে চাঁদ আড়াল হয়,
ভোরের নরম আলোর রেখা
ফুটে উঠে পুব আকাশের কোনে।
মাদকতায় ভরা কেয়ার গন্ধ
মিলিয়ে যায় যেন কাঁচা রোদে,
তবু শেষবার
বুক ভরে নেই শ্বাস
তন্দ্রাচ্ছন্ন ঘোর লাগা চোখে।