হয়ত একদিন থাকবনা সাথে
অনেক বছর পরে,

সেদিনও জেনো তোমার বসত
আমার মনের ঘরে।।