এক চিলতে হাসি তোমার
আমার কাছে যেন রাজ্য পাওয়ার সুখ।

মুচকি করে হাসলে হাসি
মুদতে পারিনা এই  দুচোখ।।